ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা


ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

ভারতের ত্রিপুরা রাজ্যে গরু চুরির অভিযোগে তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। এই ঘটনাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি তুলেছে বাংলাদেশ সরকার।

শুক্রবার, ১৭ অক্টোবর, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “এই জঘন্য কাজটি মানবাধিকার এবং আইনি শাসনের অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন।” বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশ সরকার এই নিন্দনীয় ঘটনার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে, তারা এই ঘটনার অবিলম্বে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করুক। এই ধরনের অমানবিক কাজের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা চালাক।”

বাংলাদেশ সরকার আরও দাবি করেছে, অপরাধীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের ভাষ্য, কোনো ব্যক্তির জাতীয়তা যা-ই হোক না কেন, সীমান্তে অবস্থানকালে তার মৌলিক মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ১৫ অক্টোবর, ভারতের ত্রিপুরা রাজ্যে। গরু চুরির সন্দেহে স্থানীয় লোকজন তিন বাংলাদেশিকে ধরে পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে। নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া, কবিলাসপুর গ্রামের সজল মিয়া এবং আলীনগর গ্রামের জুয়েল মিয়া, যিনি ৩৫ বছর বয়সী ছিলেন। তারা সবাই দিনমজুর হিসেবে কাজ করতেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×