রাকসুতে ছাত্রদল প্যানেল থেকে একমাত্র বিজয়ী নার্গিস


রাকসুতে ছাত্রদল প্যানেল থেকে একমাত্র বিজয়ী নার্গিস

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে সবার চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রীড়াবিদ মোসা. নার্গিস আক্তার। এই প্যানেল থেকে তিনিই একমাত্র বিজয়ী প্রার্থী।

শুক্রবার, ১৭ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

এবারের নির্বাচনে ২৩টি কেন্দ্রীয় পদের মধ্যে ২০টি দখল করেছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন ভিন্ন প্যানেলের তিন প্রার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক হয়েছেন মোসা. নার্গিস এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

উল্লেখযোগ্যভাবে, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ছাত্রদল-সমর্থিত শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×