এইচএসসিতে জিপিএ-৫ পেলেন হাফেজা যমজ দুই বোন
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৫৪ পিএম, ১৭ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুরে যমজ দুই বোন আবিদা সুলতানা ও আরিফা সুলতানা এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তারা কোরআনে হাফেজা। তাদের এমন সাফল্যে উৎফুল্ল মা-বাবাসহ স্বজনরা।
আবিদা ও আরিফা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের মেয়ে। তাদের বাবা সৌদি আরবে থাকেন। এজন্য তারা ছোটবেলা থেকে মা সালমা আক্তারের সঙ্গে নানার বাড়ি, রায়পুর পৌরসভা এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।
আবিদা ও আরিফা চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
জানা গেছে, আবিদা ও আরিফা ১৮ বছর বয়সে প্রায় দেড় বছরে কুরআন শরীফ মুখস্থ করেছেন। একইসঙ্গে তারা দুই বোন হাফেজা হয়েছেন। তাদের চাচা হাফেজ মশিউরের কাছেই কুরআন মুখস্থ করেন আবিদা ও আরিফা।
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, “আবিদা ও আরিফা দারুণ মেধাবী। যেকোনো পড়া তারা দ্রুত আয়ত্ত করতে পারে। এছাড়া তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকত।”