জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউতে পুলিশ-জুলাই যোদ্ধা সংঘর্ষ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:২২ পিএম, ১৭ অক্টোবর ২০২৫

ঢাকার ব্যস্ত মানিক মিয়া এভিনিউ রোববার রূপ নিয়েছে সহিংসতার মঞ্চে, যেখানে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায়। আন্দোলনরত জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুরো এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।
সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সহিংস রূপ নেয়। পুলিশের স্থাপন করা রোড ব্লকারগুলো একত্র করে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা, যার ফলে সড়কটি একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে।
এছাড়া সেচ ভবনের সামনের অস্থায়ী তাঁবু, যেটি মূল অনুষ্ঠানস্থল হিসেবে প্রস্তুত করা হয়েছিল, সেটিতেও আগুন দেন বিক্ষোভকারীরা। আগুন লাগার পরপরই এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের মানিক মিয়া এভিনিউ থেকে সরে যেতে বাধ্য করেছে। বর্তমানে পুলিশ অবস্থান নিয়েছে আসাদগেটে, আর আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে এর বিপরীত পাশে। উভয় পক্ষই মুখোমুখি অবস্থানে থাকায় পরিস্থিতি থমথমে।
ঘটনাস্থলে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আগুনে পোড়া স্থানে পড়ে আছে ভাঙা আসবাবপত্র, চূর্ণবিচূর্ণ সিরামিকের থালা-বাসন।
মানিক মিয়া এভিনিউয়ে এখন পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এমনকি সাধারণ পথচারীদের চলাচলেও বাধা সৃষ্টি হয়েছে। পাশের মিরপুর সড়কেও যান চলাচল স্থগিত রয়েছে।
পুরো মানিক মিয়া এভিনিউ এখন পুলিশের নিয়ন্ত্রণে। আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের একটি অংশ আড়ংয়ের দিকটিতে, আরেকটি অংশ খামারবাড়ির দিকে অবস্থান নিয়েছে। পুলিশ টহল অব্যাহত রেখেছে এবং মাঝে মাঝেই সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।