বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:২২ পিএম, ১০ অক্টোবর ২০২৫

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির বার্তা বাজারে স্বস্তি এনেছে। ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক শান্তিচুক্তির পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নতুন করে পতন দেখা গেছে, যা ভূরাজনৈতিক উত্তেজনা কমার ইঙ্গিত দেয়।
শুক্রবার, লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টা ১৬ মিনিটে (জিএমটি), ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা ১ শতাংশ কমে দাঁড়ায় ৮৪.৫৬ ডলারে। একই সময়ে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ব্যারেলপ্রতি ৬১ সেন্ট কমে ৮০.৯০ ডলারে নেমে আসে।
এসইবি ব্যাংকের প্রধান পণ্য বিশ্লেষক বজারনে শিলড্রপ বলেন, "মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ায় বাজার কিছুটা স্বস্তি পেয়েছে।" তিনি আরও বলেন, "এতে সুয়েজ খাল ও লোহিত সাগর দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের ঝুঁকিও কমবে।"
তবে সাপ্তাহিক হিসাবে ব্রেন্ট তেলের দাম এখনও প্রায় ১ শতাংশ ঊর্ধ্বমুখী রয়েছে। ডব্লিউটিআই তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও গত সপ্তাহে উভয় সূচকেই উল্লেখযোগ্য পতন দেখা গিয়েছিল।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস গাজায় চলমান সংঘাতের প্রথম ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই চুক্তি অনুযায়ী, গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী আংশিকভাবে প্রত্যাহার করা হবে এবং হামাস আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি দেবে। পাল্টা হিসেবে, ইসরায়েল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।
তেলের দামের এই পরিবর্তন আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারের ওপর শান্তিচুক্তির তাৎক্ষণিক প্রভাবকেই সামনে নিয়ে এসেছে।
সূত্র: রয়টার্স