ট্রাম্প নোবেল না পাওয়ার কারণ জানালো নোবেল কমিটি


ট্রাম্প নোবেল না পাওয়ার কারণ জানালো নোবেল কমিটি

নোবেল কমিটি স্বচ্ছভাবে ব্যাখ্যা দিয়েছে কেন ডোনাল্ড ট্রাম্পের নাম রাখা হয়নি। এ বছর পুরষ্কারটি জেতেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো, এবং ট্রাম্প সেই সম্মান পাওয়ার ব্যাপক আগ্রহ প্রকাশ করেছিলেন।

মাচাদো নোবেল জয়ীর ঘোষণা হওয়ার পর এক সাংবাদিক নোবেল কমিটির কাছে প্রশ্ন করেন যে, ট্রাম্প নিজে এবং বিশ্বের নানা স্থানে তৈরি হওয়া চাপে তাঁদের সিদ্ধান্তে কোন প্রভাব পড়েছে কি না।

জবাবে নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রায়ডেন্স বলেন, “দীর্ঘ ইতিহাসে নোবেল কমিটি এ ধরনের ক্যাম্পেইন ও মিডিয়ার উত্তেজনা দেখেছে। এছাড়া নোবেল কমিটির কাছে প্রতি বছর হাজার হাজার চিঠি আসে। কিন্তু নোবেল শুধুমাত্র পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির কাজের ওপর নির্ভর করে এবং আলফ্রেড নোবেলের করা উইল অনুযায়ী দেওয়া হয়।”

ট্রাম্প নিজেও নোবেল নিয়ে সম্প্রতি তাঁর অবস্থান প্রকাশ করেন এবং দাবি করেন যে তিনি বিশ্বব্যাপী আটটি যুদ্ধ বন্ধ করেছেন, তাই নোবেল তাঁরই হওয়া উচিত। তিনি বলেন, “ওবামা নোবেল পেয়েছে কিছু না করে। তিনি পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি জানেনও না কেন তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ওবামা আমাদের দেশ ধ্বংস ছাড়া আর কিছু করেনি।”

ট্রাম্প আরও বলেছেন, “আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি। এমন কিছু আগে কখনো হয়নি। (নোবেল কমিটির) যা করা উচিত এখন তাই করতে হবে। তারা যাই করে ঠিক আছে। আমি জানি আমি নোবেল জন্য যুদ্ধ বন্ধ করিনি। আমি যুদ্ধ বন্ধ করেছি... আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি।”

সূত্র: বিবিসি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×