গাজায় যুদ্ধের সমাপ্তি নিশ্চিত: হামাস নেতা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৩:০২ পিএম, ১০ অক্টোবর ২০২৫

গাজা উপত্যকায় চলমান যুদ্ধ শেষ হয়েছে বলে দাবি করেছেন ফিলিস্তিনের শাসক গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা খলিল আল-হায়া। বৃহস্পতিবার রাতে এক ভিডিওবার্তায় তিনি জানান, যুদ্ধের সম্পূর্ণ অবসান বিষয়ে তারা মধ্যস্থতাকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্পষ্ট নিশ্চয়তা পেয়েছেন।
ভিডিওবার্তায় খলিল আল-হায়া বলেন, “গাজায় যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। আমরা আমাদের ভাতৃপ্রতিম মধ্যস্থতাকারী এবং মার্কিন প্রশাসনের কাছ থেকে এই নিশ্চয়তা পেয়েছি।”
হামাসের এই নেতা আরও জানান, যুদ্ধের অবসানের পর সংগঠনটি এখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইসলামিক সংগঠন, রাজনৈতিক দল এবং গোষ্ঠীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের হোয়াইট হাউসে গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন পরিকল্পনার ঘোষণা দেন। ঘোষণার সময় তার পাশে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সে সময় ট্রাম্প জানিয়েছিলেন, গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধের অবসান সংক্রান্ত তার নতুন পরিকল্পনার কপি হামাস, ইসরায়েল, মিসর ও কাতারের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তবে হামাস ছাড়া বাকি তিন পক্ষই তখন পরিকল্পনাটিতে সম্মতি জানায়।
পরে ৩ অক্টোবর হামাস প্রাথমিকভাবে প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দেয়। এর পরের দিন ৪ অক্টোবর ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দেন।
৬ অক্টোবর মিসরের শারম আল শেখ শহরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, হামাস, মিসর ও কাতারের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হয়। টানা দুই দিনেরও বেশি সময় আলোচনা চলার পর ৮ অক্টোবর রাতে ইসরায়েল ও হামাস প্রতিনিধিরা ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রাথমিক বাস্তবায়ন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
পরদিন, ৯ অক্টোবর, প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় উভয় পক্ষের স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন।
এই ঘোষণার পর শুক্রবার জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৈঠকে ট্রাম্পের প্রস্তাব অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা।
সরকারের এক মুখপাত্র জানান, মন্ত্রিসভার অনুমোদনের পর আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক সব ইসরায়েলি জিম্মিকেও মুক্তি দেওয়া হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি