আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান


আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমানবাহিনী এক আকস্মিক বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে, ঠিক শুক্রবার (১০ অক্টোবর) ভোরের আগমুহূর্তে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

পাক সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত ওই অভিযানে পাকিস্তান তেহরিক-ই-তালিবানের (টিটিপি) শীর্ষ নেতা নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন টিটিপি সদস্যও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহকে সংগঠনের পরবর্তী নেতৃত্বের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কাবুলে নূর ওয়ালি মেসুদের গাড়িকে লক্ষ্য করেই বিমান হামলা চালানো হয়। এতে তার গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এখনো তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি, তবে তিনি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, হামলার সময় নূর ওয়ালি মেসুদ নিজেই গাড়িতে করে প্রকাশ্যে চলাচল করছিলেন। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন টিটিপির এই নেতা দেশটির অন্যতম ‘সর্বাধিক ওয়ান্টেড’ ব্যক্তি হিসেবে পরিচিত।

এ হামলার পর টিটিপি প্রতিশোধ নিতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা। আফগান সীমান্তের কাছাকাছি পাকিস্তানের দুর্গম খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে টিটিপির শক্তিশালী উপস্থিতি রয়েছে। মাত্র দুই দিন আগে সেখানেই তাদের হামলায় পাকিস্তানের ১২ সেনা নিহত হন। এর আগে পাকিস্তান সেনারা একই অঞ্চলে অভিযান চালিয়ে বহু টিটিপি সদস্যকে হত্যা করেছিল, যার প্রতিশোধ হিসেবেই সাম্প্রতিক হামলাগুলো চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অনেক হয়েছে। আমরা আর এমন হামলা সহ্য করব না।” তার এই বক্তব্যের কিছু ঘণ্টা পরই কাবুলে বিমান হামলা হয় বলে মনে করা হচ্ছে।

কাবুলের স্থানীয় বাসিন্দারা জানান, হামলার সময় তারা দুটি তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপর আকাশে যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়, যা নতুন করে আতঙ্ক সৃষ্টি করে এলাকাবাসীর মধ্যে।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ারের কর্পস সদরদপ্তরে এক জরুরি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছে পাকিস্তান অবজারভার। সেখানে কাবুল হামলা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে।


আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বিস্ফোরণ ও সম্ভাব্য বিমান হামলার বিষয়টি স্বীকার করেছেন। তিনি স্থানীয়দের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানান এবং দাবি করেন, “বিস্ফোরণের মাত্রা ছিল খুবই ছোট।” তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, হামলাটি ছিল অত্যন্ত শক্তিশালী।

সূত্র: পাকিস্তান অবজারভার

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×