চাকসু নির্বাচন

সার্বিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ ছিল: নাসির


সার্বিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ ছিল: নাসির

৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত চাকসু নির্বাচনকে "সার্বিকভাবে গ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচনে কিছু সীমাবদ্ধতা থাকলেও সামগ্রিকভাবে তা গণতান্ত্রিক পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই মন্তব্য করেন। এ সময় সংগঠনটির চার নেতাকে বহিষ্কারের ঘোষণাও দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও মাসুম বিল্লাহ, চবি শাখার সভাপতি আলাউদ্দিন মহসিন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সহসভাপতি মো. কাজী জিয়া উদ্দিন।

লিখিত বক্তব্যে নাসির বলেন, “৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি-বিচ্যুতি ছিল। ভোটারদের জন্য অমোচনীয় কালির ব্যবস্থা ছিল না, কিছু কেন্দ্রে দীর্ঘ সময় এলইডি স্ক্রিনে ভোট প্রদান কার্যক্রম বন্ধ ছিল। নির্দিষ্ট একটি প্যানেলের এজেন্ট সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছে এবং ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। তবুও সার্বিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ ছিল বলেই আমরা মনে করি।”

তিনি নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষার্থীরা যে আস্থা রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আটটি লক্ষ্য নিয়ে ইশতেহার ঘোষণা করেছিলাম, যা প্রশংসিত হয়েছে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে চাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচিত নেতৃত্বকে আমরা সহায়তা করবো।”

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নাসির উদ্দিন জানান, সংগঠনের দীর্ঘদিনের অর্গানোগ্রাম গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে, এবং তা কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে। তিনি বলেন, “আমরা শৃঙ্খলার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।”

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নবনির্বাচিত চাকসুর সহ-সাধারণ সম্পাদক ও ছাত্রদল সমর্থিত প্রার্থী আয়ুবুর রহমানও। তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের লড়াই ছিল। শিক্ষার্থীদের ভালোবাসাই আমাদের বিজয়ের প্রেরণা।”

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক আয়ুবুর রহমানসহ ছাত্রদল-সমর্থিত হল সংসদের বিজয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×