রাকসুর ভোট গণনা শেষ হতে ১৫ ঘণ্টা লাগতে পারে: উপাচার্য
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১২:০৭ এম, ১৭ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে, তবে ফলাফল জানতে সময় লাগতে পারে পুরো রাত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গণনা শুরু হয়েছে এবং এটি সম্পন্ন হতে ১৪ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে।
ভোট গণনার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, “সব প্রক্রিয়া গুছিয়ে ওএমআর মেশিনে তোলা গেলে গণনার কাজ দ্রুত হবে।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে স্থাপিত গণনা কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ নিয়ে ছাত্রদলের অবস্থানের জবাবে উপাচার্য বলেন, “সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন শেষ হয়েছে। একটা ভোটের উৎসব হয়েছে। কিছু কিছু অভিযোগ আছে, যেমন অমোচনীয় কালি মুছে যাওয়া, ব্যালটে স্বাক্ষর থাকা, কিছু লিফলেট পাবার কথা শুনেছি। এগুলো কোনোটাই ভোটগ্রহণের স্বচ্ছতা নষ্ট করেনি। জাল ভোট পড়া বা বড় কোনো অভিযোগ নাই।”
তিনি আরও বলেন, “ভোটার উপস্থিতি বেশি থাকলে প্রিজাইডিং অফিসার কিছু ব্যালটে স্বাক্ষর করে রাখতেই পারেন। তবে অভিযোগ যেহেতু উঠেছে, তা নির্বাচন কমিশন খতিয়ে দেখবে।”