যুদ্ধবিরতিতে সম্মত হয়েও গাজায় হামলা থামাচ্ছে না ইসরায়েল
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪৪ পিএম, ০৯ অক্টোবর ২০২৫
.jpg)
যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি দিলেও গাজায় সামরিক অভিযান বন্ধ রাখেনি ইসরায়েল, অভিযোগ উঠেছে একাধিক স্থানে নতুন করে হামলার। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ঘিরে এই খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে ইসরায়েলি মন্ত্রিসভা এখনো পর্যন্ত এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি, ফলে কার্যকর হয়নি যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন।
গাজার মাঝামাঝি অঞ্চল থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজোম জানান, “ইসরায়েলের সেনাবাহিনী বলেছিল তারা আর কোনো আক্রমণাত্মক হামলা চালাবে না। কিন্তু গত কয়েক ঘণ্টায় একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।” তিনি আরও জানান, ইসরায়েলি বাহিনী স্পষ্ট করেছে যে, শুধুমাত্র যুদ্ধবিরতি কার্যকর হলে তারা সেনা প্রত্যাহার করবে।
এদিকে গাজার সাধারণ জনগণ এখন যুদ্ধবিরতি বাস্তবায়নের অপেক্ষায় দিন গুনছে। তারা জানতে চায়, কবে ইসরায়েলি সেনারা পুরোপুরি উপত্যকা ছেড়ে যাবে।
যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য ইসরায়েলের মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। অনুমোদন মিললে সেনাবাহিনীকে নির্ধারিত অবস্থানে সরিয়ে নেওয়া হবে বলে চুক্তির ধারা অনুযায়ী বলা হয়েছে।
তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্রই দেখাচ্ছে। সাংবাদিক তারেক আবু আজোম বলেন, “এখন পর্যন্ত দখলদার সেনাদের গাজার শহুরে এলাকায় দেখা যাচ্ছে।”
এই অবস্থায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।