সুদানে মসজিদে গোলাবর্ষণ, নিহত ১৩ আশ্রিত মানুষ


সুদানে মসজিদে গোলাবর্ষণ, নিহত ১৩ আশ্রিত মানুষ

আল-ফাশরের এক মসজিদে গোলাবর্ষণের ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন, যারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন। সুদানের উত্তাল পরিস্থিতির মধ্যে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার, ৮ অক্টোবর, উত্তর দারফুরের অবরুদ্ধ শহর আল-ফাশরে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঘটনাস্থলে থাকা একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেছে যে, গোলাটি ছোড়া হয়েছিল শহরের উত্তরের দিক থেকে, যেখানে আরএসএফ বর্তমানে আবু শউক আশ্রয়কেন্দ্রের নিয়ন্ত্রণে রয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “বুধবার বিকেলে গোলাবর্ষণের পর আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করে তাদের কবর দিয়েছি।”

এএফপি জানায়, যেসব পরিবার এর আগে নিজেদের বাড়িঘর হারিয়ে ফেলে, তারা নিরাপত্তার আশায় মসজিদটিকে আশ্রয়স্থল হিসেবে বেছে নেয়। তবে সেই মসজিদই পরিণত হয় তাদের মৃত্যুস্থলে।

আক্রমণ থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, “আরএসএফ আমাদের বাড়ি দখলের পর আমরা ৭০টি পরিবার মসজিদের ভেতরে ছিলাম। গতকাল মসজিদে কামানের গোলা আঘাত হানলে আমাদের ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়। মসজিদের একাংশ ধ্বংস হয়ে গেছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×