ইসরাইলি হামলায় গাজায় এক লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস: জাতিসংঘ


ইসরাইলি হামলায় গাজায় এক লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস: জাতিসংঘ

জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের বিশ্লেষণ অনুযায়ী, গত জুলাই পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় প্রায় এক লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

দুই বছর পেরোলেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ট্যাংক, যুদ্ধবিমান ও নৌবাহিনীর গোলাবর্ষণে গাজার বিভিন্ন এলাকা এখনও কাঁপছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলের এই অভিযান টানা দুই বছর ধরে চলমান।

অন্যদিকে, মিশরের শারম আল-শেখে গতকাল হামাস ও ইসরায়েলের মধ্যে গাজার সেনা প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণসহ সংবেদনশীল বিষয়গুলো নিয়ে পরোক্ষ আলোচনার সূচনা হয়েছে। তবে এই আলোচনার মাঝেই স্থানীয়রা জানান, ইসরায়েলি বাহিনী নতুন করে গাজায় অভিযান চালিয়েছে।

জাতিসংঘের বিশ্লেষণে বলা হয়েছে, গাজার ২১৩টি হাসপাতাল এবং ১,০২৯টি স্কুল হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে বর্তমানে মাত্র ১৪টি আংশিকভাবে কার্যকর। দক্ষিণ গাজার হাসপাতালগুলো রোগীদের ভর্তি হয়ে পুরোপুরি পূর্ণ হয়ে গেছে।

গাজার প্রধান শহর গাজা সিটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ নিয়ে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×