গণঅধিকার পরিষদের ৩৬ নেতার পদত্যাগ
- নাটোর প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:০০ পিএম, ০৬ অক্টোবর ২০২৫

নাটোরের লালপুরে গণঅধিকার পরিষদের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির ৩৬ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।
রবিবার, ৫ অক্টোবর বিকেলে পদত্যাগকারী নেতারা জেলা কমিটির কাছে তাদের লিখিত পদত্যাগপত্র জমা দেন। দলটির লালপুর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের এসব নেতারা স্বেচ্ছায় সংগঠন ত্যাগ করেছেন বলে জানিয়েছেন।
পদত্যাগ করা নেতাদের মধ্যে রয়েছেন জেলা কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মেহেন্নিকা পারভিন, লালপুর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামারুজ্জামান, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল হেলালসহ উপজেলার ৮ নম্বর দূড়দুড়িয়া ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড কমিটির আরও ৩২ জন নেতাকর্মী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গণঅধিকার পরিষদের লালপুর উপজেলা শাখার সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, “আমাদের ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় একযোগে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।”
তবে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদ নাটোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ। তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই, তবে সংগঠনকে হেয়প্রতিপন্ন করার জন্য কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজ করতে পারে।”