শুনানি চলাকালে ভারতে প্রধান বিচারপতিকে আইনজীবীর জুতা নিক্ষেপ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৩৮ পিএম, ০৬ অক্টোবর ২০২৫

ভারতের সুপ্রিম কোর্টে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো দেশটির সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় গাভাইয়ের উপস্থিতিতে, এক প্রবীণ আইনজীবী হঠাৎ করেই জুতা ছুঁড়ে মারার চেষ্টা করেন। সৌভাগ্যক্রমে জুতাটি বিচারপতির কাছে পৌঁছায়নি। ঘটনার পরপরই আদালতের নিরাপত্তা বাহিনী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
৭১ বছর বয়সী ওই আইনজীবীর নাম কিশোর রাকেশ। এনডিটিভি-সহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় সুপ্রিম কোর্টে দিনের প্রথম মামলার শুনানি চলছিল। ঠিক সেই মুহূর্তেই রাকেশ আদালতের কক্ষে ঢুকে চিৎকার করে বলেন, "সনাতন ধর্মের অপমান ভারত সহ্য করবে না", এরপরই তিনি একটি জুতা নিক্ষেপ করেন।
প্রধান বিচারপতি গাভাই সম্পূর্ণ শান্ত মনোভাব বজায় রেখে ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, "আমি এমন ঘটনায় সবচেয়ে কম প্রভাবিত ব্যক্তি", এবং শুনানি নির্বিঘ্নে চালিয়ে যান।
প্রাথমিক তথ্যে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সুপ্রিম কোর্টে আইনজীবী বা ক্লার্কদের জন্য ইস্যু করা একটি প্রক্সি কার্ড ব্যবহার করে আদালত ভবনে প্রবেশ করেন। তবে তিনি কী উদ্দেশ্যে এই কাজটি করেছেন, তা এখনও স্পষ্ট নয়। নিরাপত্তা বাহিনী তার সঙ্গে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করছে।
ঘটনার সময় কোর্টে উপস্থিত একজন আইনজীবী জানান, প্রধান বিচারপতি শুরু থেকে শেষ পর্যন্ত শান্ত ছিলেন এবং আদালতের শৃঙ্খলা বজায় রেখেছিলেন। প্রবীণ আইনজীবী ও মানবাধিকার কর্মী ইন্দিরা জয়সিং এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "এই ঘটনা সম্পূর্ণভাবে তদন্ত করা উচিত। অভিযুক্ত আইনজীবীকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এটি সুপ্রিম কোর্টের উপর একটি স্পষ্ট জাতিগত আক্রমণ, যা সমস্ত বিচারপতির সমন্বিত বিবৃতির মাধ্যমে নিন্দা জানানো উচিত। প্রধান বিচারপতি গাভাই আদালতের মর্যাদা বজায় রেখে তার কাজ চালিয়ে গেছেন।"
এই ঘটনাটি ইতোমধ্যেই ভারতের বিচারব্যবস্থার শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এ নিয়ে সুপ্রিম কোর্ট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসার প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস