ট্রেন থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত


ট্রেন থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ‘অগ্নি প্রাইম’-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা বাহিনী প্রথমবারের মতো ট্রেনের ইঞ্জিনভিত্তিক ভ্রাম্যমাণ লঞ্চার থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

এনডিটিভি জানায়, ভোরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি ভিডিও শেয়ার করেন।

ভারতের অস্ত্রভাণ্ডারে ইতোমধ্যেই বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ পরীক্ষার ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে রেল নেটওয়ার্ক ব্যবহার করে দ্রুত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নতুন সক্ষমতা যুক্ত হলো।

‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার। এর মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো দেশগুলোর তালিকায় যুক্ত হলো, যারা রেলসেবা ব্যবহার করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। উল্লেখ্য, উত্তর কোরিয়াও একই ধরনের প্রযুক্তির দাবি করেছে। ২০২১ সালে তারা জানিয়েছিল, রেলপথ-চালিত লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পূর্ব উপকূলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল। জাপান ও দক্ষিণ কোরিয়া সে সময় ওই উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করে।

রাজনাথ সিং বলেন, “এই ধরণের প্রথম উৎক্ষেপণটি বিশেষভাবে ডিজাইন করা রেল-ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে সম্পন্ন হয়েছে। এটি পূর্বশর্ত ছাড়াই রেল নেটওয়ার্কে চলতে সক্ষম, যা প্রতিক্রিয়ার সময় কমিয়ে দেয় এবং গতিশীলতা বাড়ায়।”

তিনি আরও যোগ করেন, “এই সফল পরীক্ষা ভারতকে সেই নির্বাচিত দেশগুলোর সারিতে দাঁড় করিয়েছে, যারা চলমান রেল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারাইজড-লঞ্চ সিস্টেম তৈরি করতে সক্ষম।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×