ইসরাইলি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:২৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সম্প্রতি ইসরায়েলের পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে। বুধবার রাতের জাতীয় টেলিভিশনের একটি অনুষ্ঠানে এই নথি ও তথ্য প্রকাশ করা হয়েছে।
মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন মাসে গোপন অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করা হয় এবং নিরাপদ পরিবহন নিশ্চিত না হওয়া পর্যন্ত খবরটি প্রকাশ করা হয়নি।
জাতীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে, এসব নথি সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়েছে।
গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব বুধবার রাতে বলেন, “যে বিপুল পরিমাণ নথি দেশে আনা হয়েছে, তা কেবল এক অংশ। এতে জায়নিস্ট শাসনব্যবস্থার পূর্ববর্তী ও চলমান পারমাণবিক প্রকল্প, পুরনো অস্ত্র সংস্কার, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যৌথ প্রকল্পের তথ্য, প্রশাসনিক কাঠামো এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।”
তিনি আরও জানান, নথিতে পারমাণবিক ও সামরিক প্রকল্পে জড়িত ১৮৯ জন ইসরায়েলি বিশেষজ্ঞের নাম চিহ্নিত করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিজ্ঞানীদের নাম, তাদের কোম্পানি, গবেষণা কেন্দ্র ও সহযোগীদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জুনে ১২ দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইউনিট এসব সংবেদনশীল সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল।
টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা, সামরিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (আইইএ) প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে সম্পর্কিত দৃশ্যও দেখানো হয়েছে।
গোয়েন্দামন্ত্রী খাতিব দাবি করেন, “ইসরায়েলের ভেতর থেকেও অনেক ব্যক্তি অর্থের লোভ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভের কারণে ইরানের সঙ্গে সহযোগিতা করেছেন। ১২ দিনের যুদ্ধে পরাজয়ের পর বহু অজ্ঞাত সৈনিক জায়নিস্ট শাসনের প্রতিরক্ষা স্তরে প্রবেশ করেছে।”