সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থ পাচারে জড়িত ২ সহযোগী গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:০১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থপাচার মামলায় তাঁর ঘনিষ্ঠ দুই সহযোগীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো দুই কর্মকর্তা হলেন আরামিট পিএলসির এজিএম উৎপল পাল এবং আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজ। দুজনেই সাবেক মন্ত্রীর সম্পদ পরিচালনা ও অর্থপাচারে ভূমিকা রাখার অভিযোগে অভিযুক্ত।
দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে ইউসিবিএল থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আব্দুল আজিজ ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক এবং দুদকের মামলার এজাহারভুক্ত আসামি। তিনি জাবেদের দেশীয় সম্পদ ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। অপরদিকে উৎপল পাল ছিলেন সাবেক মন্ত্রীর বিদেশি সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত। তাঁর জব্দ করা দুটি ল্যাপটপ ও মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দুদক জানিয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়। ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিল তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত সোমবার (২২ সেপ্টেম্বর) ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে অর্থপাচারের বিষয়টি স্বীকার করেন দুজন।