বনশ্রীতে স্বপ্ন’র নতুন আউটলেট, মাসজুড়ে বিশেষ অফার


বনশ্রীতে স্বপ্ন’র নতুন আউটলেট, মাসজুড়ে বিশেষ অফার

দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ স্বপ্ন এবার আরও বড় আকারে হাজির হলো রাজধানীর বনশ্রী এলাকায়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় ডি ব্লকে নতুন এই আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন স্বপ্ন’র বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, রিজিওনাল হেড অব অপারেশনস আশরাফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার কামরুজ্জামান স্বাধীনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “গ্রাহকদের চাহিদা পূরণে স্বপ্ন এখন দেশজুড়ে বিস্তৃত। বনশ্রীতে দীর্ঘদিন ধরেই আমরা একটি আধুনিক ও বড় আউটলেটের পরিকল্পনা করছিলাম। এখানে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে ক্রেতারা নিশ্চিন্তে বাজার করতে পারবেন।”

অপারেশনস পরিচালক আবু নাছের জানান, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য মাসব্যাপী বিশেষ অফার দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং আকর্ষণীয় নগদ মূল্যছাড়।

এটি স্বপ্ন’র ৭৩৩তম আউটলেট। নতুন শাখার ঠিকানা: ১৪/ক, ট্রপিক্যাল হোমস, মেইন রোড, ব্লক ডি, বনশ্রী, ঢাকা। যোগাযোগ: ০১৯০৬-৮৯৭৫৫৫।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×