বিস্কুট-জেলি খেয়ে মৃত মায়ের পাশে কয়েক দিন বসে থাকল দু’বছরের ছেলে!
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:২১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ-পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝো শহরে এক হৃদয়বিদারক ঘটনার খবর ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ক্যানগান কাউন্টির একটি ভাড়া বাসা থেকে ২৮ বছর বয়সী ঝেং-এর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঝেং সম্প্রতি তার সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ করেছিলেন এবং একাই ছোট পুত্র মিয়ানমিয়ানকে নিয়ে বসবাস করতেন।
কয়েক দিন ধরে ঝেং-এর সঙ্গে যোগাযোগ না থাকায় তার এক বন্ধু পুলিশে খবর দেন। পুলিশ বাসায় প্রবেশ করে ঝেং-এর মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। তার পাশেই পাওয়া যায় ছোট্ট ছেলে মিয়ানমিয়ানকে, যাকে নিস্তেজ ও দুর্বল অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশের তদন্তে দেখা গেছে, শিশু দিনভর ঘরে পড়ে থাকা বিস্কুট, কেক ও জেলি খেয়ে কাটিয়েছে। সে বুঝতে পারেনি যে তার মা আর বেঁচে নেই।
প্রাথমিক ধারণা অনুযায়ী, ঝেং সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেই অসুস্থতাই হয়তো মৃত্যুর কারণ। তবে তার এক আত্মীয় জানিয়েছেন, ঝেং অতীতে একাধিকবার আত্মহত্যার ইঙ্গিত দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনা চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অসংখ্য মানুষ শিশুটির প্রতি সহানুভূতি প্রকাশ করছেন এবং তাকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।