ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারাদণ্ড
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:০১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তির ষড়যন্ত্রের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে দেশটির আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের কোনো শীর্ষ রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে এটি নজিরবিহীন শাস্তি। এই দণ্ডের কারণে সারকোজিকে জেলে যেতে হবে।
সারকোজির বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ সালে নির্বাচনী প্রচারের জন্য তিনি সাবেক লিবীয় প্রেসিডেন্ট মোহাম্মার গাদ্দাফির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন। এ চুক্তির বিনিময়ে নিকোলাসের সহযোগীরা কয়েক মিলিয়ন পাউন্ড গ্রহণ করেছিলেন।
সাবেক প্রেসিডেন্টের দণ্ড তাৎক্ষণিকভাবে কার্যকর হতে পারে। তবে এটি কখন থেকে শুরু হবে তা নির্ধারণ করা হবে। প্রসিকিউটরদের নির্দেশ দেওয়া হয়েছে, এক মাসের মধ্যে সারকোজিকে দণ্ড কার্যকর হওয়ার সময় সম্পর্কে অবহিত করতে। বিশেষ দণ্ডের কারণে, তিনি আপিল করলেও জেলে যেতে বাধ্য হবেন।
আদালতের রায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সারকোজি বলেন, “আদালত চাইলে আমাকে জেলে থাকতে হবে। আমি জেলে থাকব, তবে মাথা উঁচু থাকবে।”
সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান