ইয়েমেনে ইসরায়েলের ‘শক্তিশালী’ হামলা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ইয়েমেনের রাজধানী সানায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ব্যাপক সামরিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলার আওতায় কেঁপে ওঠে শহর, যেখানে কয়েক ডজন বিমান ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, “প্রতিরক্ষা বাহিনী একাধিক সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে, যার মধ্যে হুতি জেনারেল স্টাফের ক্যাম্পও রয়েছে। আমরা কয়েক ডজন হুতি যোদ্ধাকে হত্যা করেছি। এছাড়া তাদের অনেক ড্রোনও ধ্বংস করা হয়েছে।”
গতকালের ঘটনায় ইসরায়েলের ইলাতে আঘাত হানে একটি ড্রোন, এতে ২০ জন আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, ইয়েমেনে হামলায় হুতি বিদ্রোহীদের ‘নিরাপত্তা ও গোয়েন্দা অবকাঠামো’ লক্ষ্য করা হয়েছে। হামলার জবাবে আজও সানায় পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরতা প্রতিরোধে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রায় প্রতিদিনই ড্রোন বা মিসাইল নিক্ষেপ করে আসছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলও ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে।
দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীসহ ১২ মন্ত্রী নিহত হয়েছেন। একই সঙ্গে হুতিদের সেনাপ্রধানও প্রাণ হারিয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল