চট্টগ্রামে এনসিপির যুবশক্তির নেতাকে হুমকি, থানায় জিডি


চট্টগ্রামে এনসিপির যুবশক্তির নেতাকে হুমকি, থানায় জিডি

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির সিনিয়র সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদকে হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

হুজ্জাতুল ইসলাম সাঈদ বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নং-২২৯৭। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহবায়ক ডা. তাসনিম জারার ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যুবশক্তি চট্টগ্রাম মহানগর শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি চট্টগ্রামে মিছিল ও গুপ্ত হামলার ঘটনায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সামদানি জনিকে দায়ী করা হয়েছে।”

এরপর থেকে অজ্ঞাতনামা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল ফোনে হুজ্জাতুল ইসলাম সাঈদকে হুমকি দিচ্ছেন।

হুজ্জাতুল ইসলাম সাঈদ আরও বলেন, যুক্তরাষ্ট্রে আখতার হোসেন ও ডা. তাসনিম জারার ওপর হামলার প্রতিবাদে আমরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মিছিল ও সমাবেশ করেছি। এরপর থেকেই ফেসবুক ও মোবাইল কলের মাধ্যমে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় আমি কোতোয়ালি থানায় জিডি করেছি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×