১৯৩ কোটি টাকা ঋণ খেলাপ
হামিদ স্পিনিংয়ের পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৩১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫
.jpg)
ব্যাংক এশিয়ার ১৯৩ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় হামিদ স্পিনিং মিলের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, তার স্ত্রী ও তিন সন্তানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ঢাকার অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান বৃহস্পতিবার এই আদেশ দেন।
হামিদ স্পিনিং মিলের অফিস গুলশানের হামিদ টাওয়ারে অবস্থিত, আর মিলের কারখানা নরসিংদীর চর মাধবদী এলাকায়।
সম্প্রতি আদালত খেলাপি ঋণ পরিশোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে দেশত্যাগে নিষেধাজ্ঞা, ঋণ পরিশোধের জন্য সময়সীমা নির্ধারণ, এবং বন্ধকি সম্পত্তিতে সাইনবোর্ড স্থাপন। ব্যাংকাররা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে খেলাপি ঋণ আদায় আরও জোরদার হবে।