১৯৩ কোটি টাকা ঋণ খেলাপ

হামিদ স্পিনিংয়ের পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা


হামিদ স্পিনিংয়ের পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ব্যাংক এশিয়ার ১৯৩ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় হামিদ স্পিনিং মিলের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, তার স্ত্রী ও তিন সন্তানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ঢাকার অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান বৃহস্পতিবার এই আদেশ দেন।

হামিদ স্পিনিং মিলের অফিস গুলশানের হামিদ টাওয়ারে অবস্থিত, আর মিলের কারখানা নরসিংদীর চর মাধবদী এলাকায়।

সম্প্রতি আদালত খেলাপি ঋণ পরিশোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে দেশত্যাগে নিষেধাজ্ঞা, ঋণ পরিশোধের জন্য সময়সীমা নির্ধারণ, এবং বন্ধকি সম্পত্তিতে সাইনবোর্ড স্থাপন। ব্যাংকাররা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে খেলাপি ঋণ আদায় আরও জোরদার হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×