লাদাখে পৃথক রাজ্য ও চাকরিতে কোটার দাবিতে বিক্ষোভ, নিহত ৪
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:১৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

লাদাখে পৃথক রাজ্যের মর্যাদা ও স্থানীয় বাসিন্দাদের জন্য চাকরিতে কোটার দাবিতে চলমান বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন এবং ডজনখানেক মানুষ আহত হয়েছেন। স্থানীয় দুটি সূত্র বিষয়টি বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর রাজ্য বিভক্ত করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করে। এরপর থেকে অঞ্চলটি সরাসরি দিল্লির প্রশাসনের অধীনে রয়েছে।
বিখ্যাত পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে বিক্ষোভকারীরা দীর্ঘদিন ধরেই লাদাখের জন্য বিশেষ সাংবিধানিক মর্যাদার দাবি জানিয়ে আসছেন। মঙ্গলবার ওয়াংচুকের সঙ্গে অনশনে থাকা দুই আন্দোলনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, বিক্ষুব্ধ জনতা লেহ শহরে বিজেপির প্রধান কার্যালয়সহ একাধিক ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এএনআইয়ের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, কার্যালয়ের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং শত শত মানুষ স্লোগান দিচ্ছেন। একটি পুলিশ ভ্যানেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যম জানায়, কিছু তরুণ বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সংঘর্ষে ২০ পুলিশ সদস্যসহ ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।