জেনেভা ক্যাম্পে অভিযান: মাদক বিক্রির টাকাসহ বেশ কয়েকজন আটক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৫৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের থেকে টাকা উদ্ধার এবং কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালীন মাদক বিক্রির কয়েকটি হটস্পট গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, “জেনেভা ক্যাম্পে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ অভিযানেও মাদক বিক্রির কয়েক লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং ব্যবসায়িক স্পটগুলো ধ্বংস করা হয়েছে। বুনিয়া সোহেলের একটি চারতলা বাড়ি এবং মাদক বিক্রির অন্যান্য জায়গাগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে, যা কেউ ব্যবহার করতে পারবে না।”
তিনি আরও জানান, এ ঘটনায় প্রায় ১৫ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযান এখনও চলমান রয়েছে।