ইসরায়েলে হুতিদের ড্রোন হামলা, আহত ডজনখানেক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:১১ এম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় পর্যটন নগরী ইলাতে হুতি বিদ্রোহীদের চালানো এক ড্রোন হামলায় ডজনখানেক মানুষ আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের শপিং জোনে বিস্ফোরিত হওয়া ড্রোনে অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ৩০ বছর বয়সী আরেক আহত ব্যক্তির আঘাত মাঝারি মাত্রার, আর বাকি ১৯ জন শারপনেলের আঘাতে জখম হয়েছেন। ইসরায়েলি বিমান বাহিনী হেলিকপ্টার পাঠিয়ে গুরুতর আহতদের বিয়ারশেভার সোরোকা মেডিকেল সেন্টারে নিয়ে যায়। অন্যরা চিকিৎসা নিয়েছেন ইলাতের সাধারণ হাসপাতাল ও ইয়োসেফতাল মেডিকেল সেন্টারে।
ঘটনার ভিডিওতে দেখা গেছে, একটি ড্রোন শহরের একটি হোটেলের পাশে গিয়ে বিস্ফোরিত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ড্রোনটি শনাক্ত করা হলেও আয়রন ডোমের দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিহত করার চেষ্টা ব্যর্থ হয়। কারণ হিসেবে বলা হয়েছে, ড্রোনটি অত্যন্ত নিচু দিয়ে উড়ে আসায় প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হয়নি। এ নিয়ে তদন্ত শুরু করেছে বিমান বাহিনী।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “হুতিরা ইরান, লেবানন ও গাজার কাছ থেকে শিক্ষা না নিয়ে ভুল পথে হাঁটছে। এবার তারা কঠিন শিক্ষা পাবে। ইসরায়েলকে যারা আঘাত করবে, তাদের সাতগুণ মূল্য দিতে হবে।”
ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, ইলাতকে লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়া হয়েছিল, তবে দ্বিতীয়টি ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারেনি।
সাম্প্রতিক সময়ে হুতিদের টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে ইলাত। এর আগে একাধিকবার শহরের হোটেল এলাকা ও রামন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গত বুধবার রাতেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, তবে সেটি সীমান্তের বাইরে ভূপাতিত হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর হিসাবে, চলতি বছরের ১৮ মার্চ থেকে শুরু হওয়া হামাসবিরোধী অভিযানের পর থেকে হুতিরা এখন পর্যন্ত অন্তত ৯০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪১টির বেশি ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে।