পাহাড়ি গিরিখাতে বিশ্বের ‘সবচেয়ে উঁচু সেতু’ বানাচ্ছে চীন


পাহাড়ি গিরিখাতে বিশ্বের ‘সবচেয়ে উঁচু সেতু’ বানাচ্ছে চীন

দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে বিশ্বের সর্বোচ্চ সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) যানবাহনের জন্য খুলে দেওয়া হবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক পরিবহন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

পাহাড়ি গিরিখাতের ওপর নির্মিত এই সেতুটি পানি থেকে ৬২৫ মিটার উচ্চতায় অবস্থান করছে এবং এর মূল স্প্যান ১,৪২০ মিটার লম্বা। এটি বিশ্বের বৃহত্তম স্প্যানযুক্ত স্টিল ট্রাস সাসপেনশন সেতু হিসেবে পরিচিত।

প্রাদেশিক পরিবহন বিভাগের পরিচালক ঝাং ইয়িন জানান, সেতুটি বায়ু-প্রতিরোধী নকশা এবং উচ্চ-উচ্চতার নির্মাণ কৌশল ব্যবহার করে তৈরি করা হয়েছে। ঝাংয়ের মতে, এই সেতুর কারণে দুই তীরের মধ্যে ভ্রমণের সময় প্রায় দুই ঘণ্টা থেকে কমে মাত্র দুই মিনিটে নেমে আসবে।

তিনি আরও জানান, সেতু স্থানীয় পরিবহন উন্নত করবে এবং গ্রামীণ অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। সেতুর পাশাপাশি একটি পর্যটন এলাকা তৈরি হয়েছে, যেখানে বাঞ্জি জাম্পিং, টাওয়ার-টপ ক্যাফে এবং ভূতাত্ত্বিক সংস্কৃতি জাদুঘর রয়েছে। আশা করা হচ্ছে, বছরে এক মিলিয়নেরও বেশি পর্যটক এখানে ভ্রমণ করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×