ফিট থাকতে ঘুম থেকে ওঠার পর যেসব কাজ করবেন


ফিট থাকতে ঘুম থেকে ওঠার পর যেসব কাজ করবেন

ওজন কমানো কিংবা ফিট থাকার ক্ষেত্রে শুধু স্বাস্থ্যকর খাবার খাওয়া বা শরীরচর্চা যথেষ্ট নয়। প্রয়োজন জীবনযাপনে নিয়মতান্ত্রিক পরিবর্তন। প্রতিদিন সঠিক সময়ে ঘুম, সুষম খাবার এবং শরীরচর্চার পাশাপাশি সকালে ঘুম থেকে ওঠার পর কয়েকটি ছোট অভ্যাস আপনাকে আরও সুস্থ ও সক্রিয় রাখতে পারে।

ভোরে জেগে ওঠা শরীরের জৈবিক ঘড়িকে সঠিক ছন্দে রাখে। তাই রাত জাগা এবং দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস বাদ দেওয়া জরুরি। সকালে ঘুম থেকে উঠে দিনের শুরুতে যেসব কাজ করলে উপকার পাওয়া যায় তা হলো:

প্রথমেই পানি পান করুন

ঘুম থেকে উঠে খালি পেটে অন্তত দুই গ্লাস পানি পান করুন। এতে শরীর হাইড্রেটেড থাকবে এবং হজম প্রক্রিয়া সক্রিয় হবে। হালকা গরম পানিতে লেবুর রস বা দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হয়।

পুষ্টিকর নাশতা

সকালের নাশতা বাদ দেওয়া যাবে না। নাশতায় প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন। টকদই, চিয়া সিডস, আটার রুটি, সিদ্ধ ডিম বা ওটস হতে পারে ভালো বিকল্প। এগুলো শরীরকে দীর্ঘসময় শক্তি জোগায়।

চিনি ও ময়দা বাদ দিন

চিনি ও রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকে দূরে থাকুন। নাশতায় এসব খাবার রাখলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই খাদ্যতালিকা থেকে এগুলো যতটা সম্ভব বাদ দেওয়া উচিত।

চা-কফির সঠিক সময়

দিন শুরুতে অনেকেই চা বা কফি খান, কিন্তু খালি পেটে এটি শরীরের ক্ষতি করে। এতে স্ট্রেস হরমোন বাড়তে পারে। তাই চা-কফি নাশতার পরেই খাওয়া ভালো।

রোদে হাঁটার অভ্যাস

সকালের নরম রোদে অন্তত ১০ মিনিট হাঁটা ভীষণ উপকারী। এতে শরীরে ভিটামিন ডি তৈরি হয়, হাড় মজবুত হয় এবং জৈবিক ঘড়ি সঠিকভাবে কাজ করে। চাইলে সানস্ক্রিন ব্যবহার করেও রোদে বের হতে পারেন।

দিনের শুরুতেই এসব অভ্যাস গড়ে তুলতে পারলে শরীর শুধু ফিটই থাকবে না, বরং দীর্ঘমেয়াদে রোগপ্রতিরোধ ক্ষমতা ও মানসিক সতেজতাও বাড়বে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×