ইসরায়েলে সরাসরি আঘাত হানল ড্রোন, আহত অন্তত ২০
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:৫৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

দখলদার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হেনেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনের আলোতে ছোড়া ওই ড্রোনটি শহরে এসে বিস্ফোরিত হলে অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা প্রতিষ্ঠান ডেভিড আদম অ্যাম্বুলেন্স সেবা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, ড্রোনটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বিস্ফোরণের আগে পুরো শহরজুড়ে সতর্কতা সাইরেন বাজছিল এবং হামলার মুহূর্তে কেঁপে ওঠে ইলাত।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘটনাটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ড্রোন ভূপাতিতের চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। পরে সেটি ইলাতে বিস্ফোরিত হয়।
ড্রোন আটকাতে আয়রন ডোম থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েলি বিমানবাহিনী। তবে কী কারণে সেটি সফল হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন প্রস্তাব
অন্যদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ থামাতে মুসলিম নেতাদের কাছে নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি আটটি আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।
ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েলকে দুটি সূত্র জানিয়েছে, পরিকল্পনায় গাজার যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং হামাস ছাড়া একটি নতুন প্রশাসন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই রূপরেখা তৈরি করা হয়েছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পরিকল্পনার ভিত্তিতে, তবে যুদ্ধবিরতির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, গাজায় কয়েক সপ্তাহের জন্য পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এ সময়ে হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে অংশ নেওয়া মুসলিম নেতারা এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা একটি যুক্তিপত্রেও যুদ্ধবিরতির পক্ষে মত দেন এবং জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে ইসরায়েলের সামরিক অভিযান, দখলদারিত্ব, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং জেরুজালেমের পবিত্র স্থানে স্থিতাবস্থা ভঙ্গের নিন্দা জানানো হয় ওই যুক্তিপত্রে।