ইসরায়েলের পশ্চিমতীর দখল ঠেকানোর আশ্বাস দিলেন ট্রাম্প


ইসরায়েলের পশ্চিমতীর দখল ঠেকানোর আশ্বাস দিলেন ট্রাম্প

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে তিনি আশ্বাস দেন, ইসরায়েলকে পশ্চিমতীর দখল বা অধিগ্রহণ করতে দেওয়া হবে না। বিষয়টি প্রথমে সংবাদমাধ্যম পলিটিকো জানালেও পরে টাইমস অব ইসরায়েল তা নিশ্চিত করে।

উল্লেখ্য, এর আগে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও পর্তুগালসহ একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর জবাবে ইসরায়েল পশ্চিমতীর দখলের হুমকি দিয়েছিল। সেই প্রেক্ষাপটেই মুসলিম নেতাদের উদ্দেশে এ আশ্বাস দেন ট্রাম্প।

বৈঠকে ট্রাম্প গাজা যুদ্ধ থামাতে তার নতুন পরিকল্পনাও উপস্থাপন করেন। টাইমস অব ইসরায়েলকে দেওয়া তথ্য অনুযায়ী, এ পরিকল্পনায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং হামাসবিহীন নতুন একটি শাসন কাঠামো গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই রূপরেখাটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পরিকল্পনা অনুসরণ করে সাজানো হলেও যুদ্ধ থামানোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, কয়েক সপ্তাহের জন্য গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে এবং হামাসের হাতে থাকা অবশিষ্ট ৪৮ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

সূত্র জানায়, বৈঠকে উপস্থিত মুসলিম দেশগুলোর নেতারা ট্রাম্পের প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা একটি যৌথ যুক্তিপত্রে গাজায় যুদ্ধ অবসান, জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তা পৌঁছানোর ওপর জোর দেন। একইসঙ্গে তারা ট্রাম্পের উদ্যোগে শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

এ ছাড়া ওই যুক্তিপত্রে ইসরায়েলের সামরিক অভিযান, পশ্চিমতীর দখল, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা এবং জেরুজালেমের পবিত্র স্থানের স্থিতাবস্থা ভঙ্গের তীব্র নিন্দা জানানো হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×