লাদাখে পৃথক রাজ্যের দাবিতে বিক্ষোভ, সংঘর্ষে ৪ জনের মৃত্যু
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:০৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ভারতের লাদাখে পৃথক রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষা প্রদানের দাবিতে লেহ শহরে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) লেহে এই সহিংস ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
বিক্ষোভকারীরা তাদের দাবির পক্ষে অনশন ও সম্পূর্ণ শাটডাউন ডেকেছিল। আন্দোলন চলাকালীন সহিংসতা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায়। সংঘর্ষ চলাকালীন বিক্ষোভকারীরা বিজেপির একটি অফিস এবং পুলিশের একটি গাড়িতেও হামলা চালায়।
লাদাখের জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক এই দাবিতে গত দুই সপ্তাহ ধরে অনশন করছেন। দীর্ঘদিন ধরে লাদাখের জনগণ তাদের জমি, সংস্কৃতি ও সম্পদ রক্ষার জন্য রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়ে আসছে।
২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা বাতিলের পর লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এক বছরের মধ্যেই স্থানীয়দের মধ্যে রাজনৈতিক শূন্যতা ও অসন্তোষ দেখা দেয়।
এই পরিস্থিতিতে প্রথমবারের মতো বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লেহ ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ কার্গিলের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীগুলো একত্রিত হয়ে “কার্গিল গণতান্ত্রিক জোট” নামে একটি যৌথ প্ল্যাটফর্ম গঠন করে।
কেন্দ্র লাদাখের দাবিগুলো যাচাই করার জন্য একটি উচ্চ-স্তরের কমিটি গঠন করলেও ধারাবাহিক আলোচনায় কোনো সমাধান আসে নি। গত মার্চে লাদাখি প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু বৈঠক ভেঙে যায়। স্থানীয় নেতারা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মূল দাবিগুলো প্রত্যাখ্যান করেছেন।
এক সাক্ষাৎকারে বৈঠকে উপস্থিত এক নেতা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভাগ করা ছিল ভুল, এবং রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিও তিনি মঞ্জুর করেননি।
এদিকে, কেন্দ্র আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে পুনরায় আলোচনা করার জন্য বৈঠকের আহ্বান জানিয়েছে।