বিপুল পরিমাণ অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ১১:২৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আব্দুল হালিম ইমন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃত ইমন ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল্লাপুর ইউনিয়নের মোহাম্মদ শফি আলমের ছেলে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্পের বিশেষ দল আব্দুল্লাপুর ইউনিয়নের সামাদ চেয়ারম্যানের বাড়ি এবং আব্দুল হালিম প্রকাশ ইমনের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর সাইফুর রহমান তুর্জ, সার্বিক তদারকি করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান। মোট ২৩ জন সেনাসদস্য এই অভিযানে অংশ নেন।
অভিযানকালে ইমনের ঘর থেকে উদ্ধার করা হয়েছে একটি রাইফেল, তিনটি রাইফেল অ্যামুনিশন, ছয়টি পিস্তল অ্যামুনিশন, সাতটি বন্দুকের কার্তুজ, এগারোটি ব্যাংক কার্তুজ, সোলোটি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, দুটি পাহাড়ি দা, সাতটি ছুরি, একটি চেইন, ইয়াবা, মদ ও গাঁজা।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী নিশ্চিত করেছেন, আসামি আব্দুল হালিম প্রকাশ ইমন বর্তমানে লক্ষীছড়ি জোনে রয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ আল মাসুদ জানান, ইমন যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। তিনি আরও বলেন, এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলকে অবহিত করা হবে।