‘ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথকেয়ার’ বৈঠকে প্রধান উপদেষ্টা


‘ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথকেয়ার’ বৈঠকে প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে আয়োজিত এক উচ্চপর্যায়ের কর্ম অধিবেশন ‘ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথকেয়ার—বাংলাদেশের নকশা’ শীর্ষক বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ কর্ম অধিবেশনে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চলমান রূপান্তর প্রক্রিয়া ও উদ্ভাবনী পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়েও বিস্তৃত আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী তাসনিম জারা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×