এশিয়া কাপে ভারতের বিপক্ষে চাপে বাংলাদেশ, ভরসা সাইফের ব্যাটে
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১১:৫৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আলোকোজ্জ্বল পরিবেশে এশিয়া কাপ সুপার ফোরে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। তবে ম্যাচের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে একপেশে হয়ে যাচ্ছে লড়াই। ভারতের ১৬৮ রানের জবাবে ১৩ ওভার শেষে টাইগাররা ৫ উইকেট হারিয়ে দাঁড়িয়ে আছে ৮৭ রানে।
ইনিংসের শুরুটা ছিল দারুণ হতাশার। ওপেনার তানজিদ হাসান মাত্র ১ রানে প্রথম ওভারেই ফিরে যান সাজঘরে। তবে অপর প্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছেন সাইফ হাসান। ইতিবাচক ব্যাটিংয়ে তিনি ৩৯ বলে ৬২ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে নতুন ব্যাটসম্যান সাইফউদ্দিনকে নিয়ে এগিয়ে নিচ্ছেন ইনিংস। এখন এই জুটিই বাংলাদেশের শেষ ভরসা।
এর আগে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। ভারতের ইনিংসে ঝলমলে ব্যাটিং উপহার দেন তরুণ অভিষেক শর্মা। মাত্র ৩৭ বলে খেলেন বিধ্বংসী ৭৫ রানের ইনিংস, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। তার বিদায়ের পর কিছুটা রানের গতি কমলেও হার্দিক পান্ডিয়া ৩৮ রান করে দলকে লড়াইয়ে রাখেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রানে থামে ভারতের ইনিংস।
বাংলাদেশি বোলারদের মধ্যে তানজিম হাসান শাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন। তবে সবচেয়ে ব্যয়বহুল ছিলেন সাইফউদ্দিন—৩ ওভারে দিয়েছেন ৩৭ রান।
লক্ষ্য বড় না হলেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে চাপে বাংলাদেশ। জসপ্রিত বুমরাহর কৃপণ বোলিং (৩ ওভারে ১৭ রান, ১ উইকেট) ও বরুণ চক্রবর্তীর ভ্যারিয়েশন বারবার বিপদে ফেলছে টাইগার ব্যাটারদের। এখন পুরো আশা সাইফ-সাইফউদ্দিন জুটির ওপর। শেষ কয়েক ওভারে বড় চমক দেখাতে পারবে কি না বাংলাদেশ, সেই প্রত্যাশাতেই অপেক্ষা করছেন ভক্তরা।