শিক্ষিকা মাহরিনের সাহসিকতায় অভিভূত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:২৩ পিএম, ২৩ জুলাই ২০২৫

ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে তিনি শিক্ষক মাহরিন চৌধুরীর অসাধারণ সাহসিকতার প্রশংসা করেছেন, যিনি জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন।
বুধবার, ২৩ জুলাই, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, "ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের মানুষের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। বহু প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন আরও শতাধিক।"
তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন শিক্ষিকা মাহরিন চৌধুরী, যিনি সাহসের সঙ্গে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার পর আবার আগুন ও ধোঁয়ার মধ্যে ফিরে যান আরও প্রাণ বাঁচাতে। তার আত্মত্যাগ ও বীরত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে।
মালয়েশীয় প্রধানমন্ত্রী আরও জানান, "আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে জানাব যে, আমরা প্রত্যেকটি প্রাণহানিতে শোকাহত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।"
তিনি উল্লেখ করেন, এই শোকাবহ মুহূর্তে মালয়েশিয়া বাংলাদেশের মানুষের পাশে রয়েছে।