রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা


রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন বিষয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১২ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সফরসঙ্গীদের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র অনুযায়ী, অধ্যাপক ইউনূস রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে আমন্ত্রিত অতিথি হিসেবে মূল অধিবেশনে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য হ্রাস, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতা জোরদার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম হলো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্র হয়ে ভবিষ্যতের খাদ্যব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন। এবারের আসর ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএওর সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের বৈশ্বিক কূটনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার আরেকটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

অধ্যাপক ড. ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে আগামী ১৫ অক্টোবর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×