প্রধান ও সহপ্রধান নিয়োগ স্থগিত করল শিক্ষা মন্ত্রণালয়


প্রধান ও সহপ্রধান নিয়োগ স্থগিত করল শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) পদে নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, এই পদে নিয়োগ এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে করা হবে। সরকার নীতিগতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×