ধর্ষণে অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধী কিশোরী, পলাতক স্থানীয় বিএনপি নেতা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৪৮ পিএম, ১২ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। ১৮ বছর বয়সী ওই কিশোরী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে তার বাবা থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত ব্যক্তি ইসমাইল হোসেন (৫৫), উপজেলার নারান্দিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি স্থানীয় ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর জেলা বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে। মামলার পর থেকেই ইসমাইল পলাতক রয়েছেন।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন ও ভুক্তভোগীর বাড়ি পাশাপাশি। গত মার্চ মাসে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীটিকে ধর্ষণ করেন তিনি। মেয়েটি ভয় পেয়ে ঘটনাটি কাউকে জানায়নি। পরবর্তীতে শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা বিষয়টি সন্দেহ করেন এবং পরীক্ষার মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এরপর লিখে ও ইশারার মাধ্যমে মেয়েটি পুরো ঘটনা বাবা-মাকে জানায়।
ভুক্তভোগীর মা-বাবা বলেন, “বোবা মেয়েটি এসএসসি পাস করেছে। স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হওয়ার। নরপিশাচ মেয়েটার জীবন নষ্ট করে দিল। আমাদের মান সম্মান শেষ করে দিয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই।”
ঘটনাটিকে ‘অত্যন্ত ন্যক্কারজনক’ উল্লেখ করে কালিহাতী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নীরু ব্যানার্জি ও সদস্য সচিব মানিক ভট্টাচার্য বলেন, “অপরাধীর দ্রুত গ্রেপ্তার এবং যথাযথ শাস্তি চাই।”
এই বর্বর ঘটনার পর সহপাঠী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা সবাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, “ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এদিকে শুক্রবার জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত ইসমাইল হোসেনকে দলীয় সব পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।