এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬-১৮ অক্টোবর
- শিক্ষা ডেস্ক
- প্রকাশঃ ০৬:০৪ পিএম, ০৯ অক্টোবর ২০২৫

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে ১৬ থেকে ১৮ অক্টোবরের মধ্যে। ঢাকায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের এক গুরুত্বপূর্ণ সভায় এ সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সাংবাদিকদের জানান, “আজ সভা হয়েছে। আমরা সম্ভাব্য কয়েকটি তারিখ নিয়ে আলোচনা করেছি। ১৬, ১৭ ও ১৮ অক্টোবর আলোচনা হয়েছে। আগামী রবিবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। ১৭ ও ১৮ অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৬ অক্টোবর ফল প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে।”
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষায় অংশ নেয় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। দেশজুড়ে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ১ হাজার ৭৫০ জন, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন এবং চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন। বরিশাল বোর্ডে পরীক্ষার্থী ছিল ৬১ হাজার ২৫ জন, সিলেটে ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিল ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৬১১ জন শিক্ষার্থী।
চূড়ান্ত তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর ঘোষণা করা হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।