স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের নতুন নিয়ম ঘোষণা করলো শিক্ষা মন্ত্রণালয়
- শিক্ষা ডেস্ক
- প্রকাশঃ ০৫:৩০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সরকারি তত্ত্বাবধানে এমপিওভুক্ত স্কুল ও কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য পদে কর্মচারী নিয়োগের পদ্ধতিতে এসেছে বড় পরিবর্তন। আগের নিয়ম অনুযায়ী, এসব নিয়োগে প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সক্রিয় ভূমিকা থাকলেও এখন থেকে তাদের আর কোনো কর্তৃত্ব থাকছে না।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২৮ সেপ্টেম্বর একটি নতুন নির্দেশনা জারি করেছে, যেখানে বলা হয়েছে, এখন থেকে নিয়োগের যাবতীয় দায়িত্ব পালন করবে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি সুপারিশ কমিটি। এই কমিটিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কোনো সদস্য থাকবেন না।
নতুন নিয়ম অনুযায়ী, জেলা প্রশাসক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সংশ্লিষ্ট জেলার সবচেয়ে পুরনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তার একজন প্রতিনিধি, শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক। কমিটির সদস্যসচিব হিসেবে থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা।
এই কমিটি নিয়োগ পরীক্ষার আয়োজন, ফলাফল তৈরি এবং সুপারিশ প্রদানের দায়িত্বে থাকবে। প্রয়োজনে একাধিক মৌখিক পরীক্ষা বোর্ড গঠন করার সুযোগ রাখা হয়েছে। প্রতিটি বোর্ড তিন সদস্যের হবে এবং নবম গ্রেডের নিচের পদে নয়, বরং জেলা প্রশাসকের একজন প্রতিনিধির নেতৃত্বে তা পরিচালিত হবে।
নতুন বিধান চালুর উদ্দেশ্য সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন নিয়মে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত হবে।