পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাইলো ঢাকা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:৫৫ পিএম, ২৭ অক্টোবর ২০২৫
দুই দশকের দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত বাংলাদেশের পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে ঢাকা পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশের দাবি তুলেছে।
সোমবার, ২৭ অক্টোবর, রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। বৈঠকে কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্যপ্রযুক্তি ও নৌপরিবহনসহ কয়েকটি খাত নিয়ে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয়েছে।
প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, নৌপরিবহন ও আকাশপথে যোগাযোগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং সার্ককে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চলছে।
পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, এই আলোচনার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী হবে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানি সম্পর্কিত বিষয়ও বৈঠকে আলোচনা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে ৭৮৭ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, তবে পাকিস্তানে রপ্তানি করেছে মাত্র ৮০ মিলিয়ন ডলারের পণ্য।