আরও কমলো সোনার দাম
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪২ এম, ২৭ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। স্থানীয় চাহিদা ও দামের পতনের কারণে আবারও কমানো হয়েছে সোনার মূল্য। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, সর্বোচ্চ প্রতি ভরিতে এক হাজার ৩৯ টাকা পর্যন্ত কমানো হয়েছে দাম।
রোববার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার এক ভরি এখন বিক্রি হবে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকায়।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দর কমে যাওয়ায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার এক ভরি বিক্রি হবে ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা।
তবে সোনার দামে পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার এক ভরি বিক্রি হবে ৫ হাজার ৪৭০ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা বিক্রি হবে ৩ হাজার ৩৫৯ টাকায়।