৯ মাসে বিকাশের গ্রস আয় ৫ হাজার ৪৭৪ কোটি টাকা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:০২ এম, ২৭ অক্টোবর ২০২৫
চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড আয় ও মুনাফা—দুই দিকেই রেকর্ড প্রবৃদ্ধি দেখিয়েছে। প্রতিষ্ঠানটির গ্রস (মোট) আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ হাজার ৩৪৪ কোটি টাকা বেশি। আগের বছর এই আয় ছিল ৪ হাজার ১৩০ কোটি টাকা।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, যা বিকাশের মাদার কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ গত ২৩ অক্টোবর অনুমোদন করে। ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে রোববার (২৬ অক্টোবর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়। যদিও ব্র্যাক ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত, বিকাশ এখনও তালিকাভুক্ত নয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে বিকাশের ভ্যাট পরবর্তী আয় হয়েছে ৪ হাজার ৮৩৮ কোটি টাকা, যা আগের বছর ছিল ৩ হাজার ৬৪৬ কোটি টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা বেড়ে দাঁড়ায় ৫২৩ কোটি টাকায়—গত বছর যা ছিল ২২৫ কোটি টাকা।
সব মিলিয়ে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিকাশের কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৫০৫ কোটি টাকায়, যা আগের বছরের ২১৮ কোটি টাকার তুলনায় ২৮৭ কোটি টাকা বা ১৩২ শতাংশ বেশি।
শুধু জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসেই বিকাশের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। এ সময়ে গ্রস আয় হয়েছে ১ হাজার ৮৪৩ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ৩৩৬ কোটি টাকা। ভ্যাট পরবর্তী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬৩২ কোটি টাকায়, এক বছর আগে যা ছিল ১ হাজার ১৮৪ কোটি টাকা।
এই তিন মাসে বিকাশের পরিচালন মুনাফা দাঁড়ায় ২০৩ কোটি টাকায়, যেখানে গত বছর একই সময়ে ছিল মাত্র ৯৪ কোটি টাকা। সুদ আয় থেকে প্রতিষ্ঠানটি আগের বছর ৪৭ কোটি টাকা আয় করেছিল। সবমিলিয়ে, ২০২৪ সালের জুলাই–সেপ্টেম্বরে বিকাশের নিট মুনাফা ছিল ১০৯ কোটি টাকা, আর চলতি বছরে একই সময়ে তা বেড়ে হয়েছে ১৯৭ কোটি টাকা।