দেশের ইতিহাসে সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ


দেশের ইতিহাসে সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ

দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বেড়েছে। এর ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার ভরিপ্রতি দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৭২৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সোমবার (৬ অক্টোবর) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।

অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার ৬২৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২২৮ টাকা ভরি।

আজ সোমবার পর্যন্ত ২২ ক্যারেট সোনা ভরিপ্রতি বিক্রি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×