সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:১৪ পিএম, ০৬ অক্টোবর ২০২৫

সেপ্টেম্বর মাসে দেশের মূল্যস্ফীতি হার ফের বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে, যা আগের মাস আগস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।
সোমবার, ৬ অক্টোবর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে দেখা যায়, মাসওয়ারি হিসাবে মূল্যস্ফীতির চাপে সামান্য হলেও ঊর্ধ্বগতি দেখা গেছে।
তবে বার্ষিক তুলনায় কিছুটা স্বস্তির ইঙ্গিত পাওয়া গেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরের তুলনায় এবার মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গত বছর একই সময়ে এই হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।
খাতভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ, যেখানে আগস্টে এটি ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার সেপ্টেম্বর মাসে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
২০২৪ সালের সেপ্টেম্বরের তুলনায় এবার এই দুই খাতেই কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে। তখন খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে ছিল ৯ দশমিক ৫০ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, “খাদ্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও বাসাভাড়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো খাতে ব্যয় বৃদ্ধির কারণে সামগ্রিক মূল্যস্ফীতিতে চাপ বাড়ছে।” তারা আরও মনে করেন, “ডলারের বিনিময় হার ও আমদানি ব্যয়ের চাপও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখছে।”
অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য আর্থিক নীতিতে ভারসাম্য আনা এবং প্রয়োজনীয় আমদানি খাতে নজরদারি জোরদার করা এখন সময়ের দাবি।