এসএমই খাতে রেমিট্যান্স পাঠানো সহজ হলো
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:৫১ পিএম, ০৬ অক্টোবর ২০২৫

ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) বিদেশে ব্যবসায়িক কার্যক্রম চালাতে বছরে সর্বোচ্চ তিন হাজার ডলার পর্যন্ত রেমিট্যান্স পাঠাতে পারবে। সোমবার (৬ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব রেমিট্যান্স আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেল বা কার্ডের মাধ্যমে পাঠানো যাবে। এ সুবিধা পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধিত হতে হবে।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যাংকগুলোকে ‘এসএমই কার্ড’ নামে রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমোদন দিয়েছে, যা প্রতিষ্ঠানগুলোর মনোনীত কর্মকর্তার নামে ইস্যু করা যাবে। এই কার্ডে প্রাথমিকভাবে ৬০০ ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে।
তবে ব্যাংকিং চ্যানেল ও কার্ড ব্যবস্থায় মিলিয়ে কোনো প্রতিষ্ঠানের বার্ষিক রেমিট্যান্স সীমা তিন হাজার ডলারের বেশি হতে পারবে না। এই অর্থ দিয়ে এসএমই প্রতিষ্ঠান বিদেশে অনলাইন প্ল্যাটফর্মে খরচ নির্বাহ করতে পারবে।