চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:০০ পিএম, ০৬ অক্টোবর ২০২৫

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির বার্তা বয়ে এনেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৮ হাজার ৮ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৬ হাজার ৯৬৭ মিলিয়ন ডলার। অর্থাৎ, রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
সোমবার, ৬ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটির হালনাগাদ তথ্যে আরও দেখা যায়, অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই রেমিট্যান্স এসেছে ৪২২ মিলিয়ন ডলার। এতে বোঝা যায়, চলতি মাসেও প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর গতি অব্যাহত রয়েছে।