চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি


চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির বার্তা বয়ে এনেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৮ হাজার ৮ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৬ হাজার ৯৬৭ মিলিয়ন ডলার। অর্থাৎ, রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

সোমবার, ৬ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির হালনাগাদ তথ্যে আরও দেখা যায়, অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই রেমিট্যান্স এসেছে ৪২২ মিলিয়ন ডলার। এতে বোঝা যায়, চলতি মাসেও প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর গতি অব্যাহত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×