খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা গ্রেপ্তার
- খুলনা প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৫৩ পিএম, ০৬ অক্টোবর ২০২৫

খুলনার রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে রূপসার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, আকলিমা তুলি রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং খুলনা জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রচারণায় সক্রিয় ছিলেন এবং গোপনে দলীয় বৈঠক ও সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করা হয়েছে।” তাকে গত ২৩ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।