নিলামে আরও ১০৪ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক


নিলামে আরও ১০৪ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাজারে ডলারের দামে স্থিতিশীলতা ফেরাতে আবারও বড় অঙ্কের ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। সোমবার, ৬ অক্টোবর, কেন্দ্রীয় ব্যাংক ৮টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে নিলামের মাধ্যমে মোট ১০৪ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে, প্রতিটি ডলারের বিনিময় মূল্য ধরা হয় ১২১ টাকা ৮০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি অর্থবছরের শুরু অর্থাৎ জুলাই থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে মোট ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৬২ বিলিয়ন ডলারে।

অর্থনৈতিক বিশ্লেষক ও ব্যাংক খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, ডলার কেনার এই পদক্ষেপের মাধ্যমে বাজারে অতিরিক্ত ওঠানামা ঠেকানো সম্ভব হচ্ছে। তাদের মতে, ডলারের দর হঠাৎ বেড়ে গেলে আমদানি ব্যয় বাড়ে, অন্যদিকে দর কমে গেলে রেমিট্যান্স এবং রফতানির প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ে।

তারা বলেন, “নিলামের মাধ্যমে ডলার কেনার ফলে রেমিট্যান্স প্রেরক ও রফতানিকারকরা কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছেন, যা বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধিতে সহায়ক হচ্ছে। একইসঙ্গে এই পদক্ষেপে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে।”

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে চাহিদা ও সরবরাহে ভারসাম্য না আসা পর্যন্ত ডলার কেনার প্রক্রিয়া অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক চায় যেন বৈদেশিক মুদ্রার বাজারে কোনো অস্থিরতা না থাকে এবং রিজার্ভ পুনরুদ্ধার প্রক্রিয়া সুনিশ্চিত হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×